ক) ভিশন ও মিশনঃ
ভিশন : টেকসই বস্ত্র শিল্প বিনির্মাণে দক্ষ বস্ত্র প্রকৌশলী গড়ে তোলা ।
মিশন : যুগোপযোগী বস্ত্র প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগীতায় নেতৃত্বদানে সক্ষম দক্ষ প্রকৌশলী গড়ে তোলা ।
খ) কার্যাবলীঃ
১. বস্ত্র প্রযুক্তির বিভিন্ন শাখায় যেমন স্পিনিং, উইভিং, নিটিং ডাইং, ফিনিশিং শিক্ষার্থীদের থিওরি ও প্রাকটিকাল জ্ঞান প্রদান ।
২. যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে দক্ষ বস্ত্র প্রকৌশলী তৈরি এবং সরবরাহ ।
৩. শিক্ষার মান নিশ্চিতকরণ, শিক্ষার গুনগত মান বজায় রাখা এবং যুগের চাহিদার সাথে তাল মিলাতে বস্ত্র শিল্পে
ব্যবহৃত আপডেটেড মেশিন সহ অন্যান্য প্রযুক্তির সাথে পরিচয় করানো ।
৪. টেক্সটাইল প্রযুক্তি, প্রক্রিয়া ও ক্রমবর্ধমান পরিবর্তনশীল প্রযুক্তির সম্পর্কে ব্যবহরিক ও তাত্ত্বিক জ্ঞান প্রদান ।
৫. টেক্সটাইল প্রযুক্তি সম্পর্কিত বিষয়াদি নিয়ে ছাত্র-শিক্ষক সমন্বয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা ।
৬. শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য হাতে-কলমে আধুনিক মেশিনারিজ পরিচালনায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ও ইন্টানশিপের সুযোগ তৈরি ।
৭. পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তির উদ্ভাবন ও প্রসার ।
৮. শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উৎসাহিত করা এবং প্রযোজনীয় জ্ঞান ও পরামর্শ প্রদান ।
৯. বস্ত্র শিল্প প্রতিষ্ঠান ও বস্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বাস্তবধর্মী জ্ঞান আদান –প্রদানের সমন্বয় ও সম্পর্ক স্থাপন ।
১০. বিশ্ববাজারে হালনাগনাদ চাহিদা নিরুপণ ও তদানুযায়ী প্রতিযোগীতামূলক দক্ষ প্রকৌশলী তৈরি ।
১১. টেক্সটাইল শিল্পের জন্য প্রযুক্তিগত সমস্যা সমাধানে সৃজনশীল কাজ করা এবং পরামর্শ প্রদান করা ।
১২. শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা , নেতৃত্ব গুণাবলি ও পেশাদার মনোভাব সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা ।
Self-Portrayal
Gopalganj Textile Engineering College (GTEC) is one of the government textile engineering colleges in Bangladesh established in order to meet the growing need for advanced Textile Engineering education in Bangladesh as well as in the world. In 2022, the institute launched the 4 years bachelor degree program in Textile Engineering in affiliation with the Bangladesh University of Textiles. Currently, the college offers graduate programs in four different specialization areas to prepare its students for their career life. This University has 8 acres land with large infrastructure including 24,800 sq. ft area for academic and administration, 09 Workshops, and 38,000 sq. ft area for laboratories. Excellent academic environment, state-of-the-art research facilities, and a vibrant campus life have made GTEC the first choice for future textile engineers in Bangladesh. Students are enrolled at GTEC through a highly-competitive entrance examination. It will be contributing immensely to nation-building by providing expert services to hallmark textile development projects. Faculty members work closely with industry and the government to address crucial problems and formulate national policies and strategies in textile sectors.
Objectives:
1. To provide advanced transformative education, promote cutting-edge research, and foster innovation for producing competent graduates with ethical values.
2. To create an inspiring, diverse and inclusive learning environment for planning, design and innovation.
3. To enhance collaboration for improving knowledge and skill ensuring lifelong learning opportunity.
4. To contribute towards reshaping for wellbeing of the society.